বালকদের (পোশাক)
[প্লে-গ্রুপ থেকে প্রেপ-২ পর্যন্ত ]
গ্রীষ্মকালীন পোশাক ঃ- (মার্চ থেকে অক্টোবর)
সাদা হাফশার্ট, কফি রঙের হাফ প্যান্ট, সাদা মোজা, কালো স্কুল সু, কালো বেল্ট, সাদা রুমাল, সাদা হাফ প্যান্ট, সাদা, পিটি সু।
শীতকালীন পোশাক ঃ-(নভেম্বর থেকে ফেব্রুয়ারি)
সাদা ফুল শার্ট, কফি রঙের হাফ প্যান্ট, কফি রঙের টাই, গাঢ় সবুজ রঙের ফুল হাতার সোয়েটার,
সাদা মোজা, কালো স্কুল সু, কালো বেল্ট, সাদা রুমাল, সাদা হাফ প্যান্ট, সাদা পিটি সু।
গেম্স ক্লাসের দিনের পোশাকঃ
(রুটিন অনুযায়ী গেমস ক্লাসের দিন সাদা পোশাক পরে আসতে হবে)।
সাদা হাফ শার্ট/ফুল শার্ট, সাদা হাফ প্যান্ট, সাদা মোজা, সাদা পিটি সু, কালো বেল্ট।
[১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত]
গ্রীষ্মকালীন পোশাক ঃ- (মার্চ থেকে অক্টোবর)
সাদা হাফশার্ট, কফি রঙের ফুল প্যান্ট, সাদা মোজা, কালো স্কুল সু, কালো বেল্ট, সাদা রুমাল, সাদা
ফুল প্যান্ট, সাদা পিটি সু।
শীতকালীন পোশাক ঃ-(নভেম্বর থেকে ফেব্রুয়ারি)
সাদা ফুল শার্ট, কফি রঙের ফুল প্যান্ট, কফি রঙের টাই, গাঢ় সবুজ রঙের ফুল হাতার সোয়েটার, সাদা
মোজা, কালো স্কুল সু, কালো বেল্ট, সাদা রুমাল, সাদা ফুল প্যান্ট, সাদা পিটি সু।
গেম্স ক্লাসের দিনের পোশাকঃ
(রুটিন অনুযায়ী গেমস ক্লাসের দিন সাদা পোশাক পরে আসতে হবে)।
সাদা হাফ / ফুল শার্ট, সাদা ফুল প্যান্ট, সাদা মোজা, সাদা পিটি সু , কালো বেল্ট।
* গেম্স ক্লাসের দিন নির্ধারিত (সাদা পোশাক ও সাদা পিটি সু) পোশাক অবশ্যই পরে আসতে হবে।
* ছেলেদের চুল আর্মি কাট করতে হবে।
৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গেম্স পোশাক প্রযোজ্য নয়।
----------------------------------------------------------------------------------------------------------------------------
(বালিকাদের পোশাক)
[প্লে-গ্রুপ থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ]
গ্রীষ্মকালীন পোশাক ঃ- (মার্চ থেকে অক্টোবর)
সাদা হাফশার্ট, কফি রঙয়ের স্কার্ট, সাদা মোজা, কালো স্কুল সু, সাদা রুমাল, সাদা পিটি ফ্রক, সাদা পিটি সু।
শীতকালীন পোশাক ঃ-(নভেম্বর থেকে ফেব্রুয়ারি)
সাদা ফুলশার্ট, কফি রঙের স্কার্ট, কফি রঙের টাই, গাঢ় সবুজ রঙের ফুল হাতার সোয়েটার, সাদা মোজা, কালো স্কুল সু, সাদা রুমাল, সাদা পিটি ফ্রক, সাদা পিটি সু।
গেম্স ক্লাসের দিনের পোশাক ঃ
(রুটিন অনুযায়ী গেমস ক্লাসের দিন সাদা পোশাক পরে আসতে হবে)।
সাদা পিটি ফ্রক, সাদা মোজা, সাদা পি.টি সু।
[৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত]
গ্রীষ্মকালীন পোশাক ঃ- (মার্চ থেকে অক্টোবর)
কফি রঙের কামিজ, সাদা সালোয়ার, সাদা ওড়না, সাদা স্কার্ফ, সাদা মোজা, কালো স্কুল সু, সাদা রুমাল, সাদা রঙের কামিজ, সাদা পিটি সু।
শীতকালীন পোশাক ঃ-(নভেম্বর থেকে ফেব্রুয়ারি)
কফি রঙের কামিজ, সাদা সালোয়ার, সাদা ওড়না, সাদা স্কার্ফ, গাঢ় সবুজ রঙের ফুল হাতার সোয়েটার, সাদা মোজা, কালো স্কুল সু, সাদা রুমাল, সাদা পিটি ফ্রক, সাদা পিটি সু।
গেম্স ক্লাসের দিনের পোশাক ঃ
রুটিন অনুযায়ী গেমস ক্লাসের দিন সাদা পোশাক পরে আসতে হবে)।
সাদা রঙের কামিজ, সাদা সালোয়ার, সাদা ওড়না, সাদা স্কার্ফ, সাদা পিটি সু, সাদা মোজা।
* গেম্স ক্লাসের দিন নির্ধারিত (সাদা পোশাক ও সাদা পিটি সু) পোশাক অবশ্যই পরে আসতে হবে।
* মেয়েদের কানের নিচে চুল থাকলে সাদা রিবন দিয়ে দুটি ঝুঁটি বেঁধে আসতে হবে।
* মেয়েদের জন্য কোন গহনা, ক্লিপ (কালো ক্লিপ ব্যতীত), ঘড়ি ব্যবহার করা যাবেনা।
৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গেম্স পোশাক প্রযোজ্য নয়।