Glory School & College

Bangla Medium & English Version
EIIN: 134578 | School Code: 1303 | College Code: 1190
Contact | Webmail | LogIn

Massage

প্রিয় অভিভাবক,

আসসালামু আলাইকুম। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এক প্রতি্যোগিতামূলক বিশ্বায়নের আবির্ভাব ঘটেছে। এই প্রতি্যোগিতায় নিজেকে যোগ্যস্থানে প্রতিষ্ঠিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি সমন্বিত শিক্ষায় শিক্ষিত হওয়া আবশ্যক। তাই প্রতিটি অভিভাবক জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাঁর প্রিয় সন্তানকে আধুনিক শিক্ষার মাধ্যমে সর্বোচ্চ সফলতায় নিয়ে যেতে চান। সেই সাথে শৃঙ্খলা, দেশপ্রেম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান। অভিভাবকদের সবগুলো প্রত্যাশা পূরণ করতে প্রয়োজন যুগোপযোগী মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিশু থেকে শুরু করে কলেজ পর্যন্ত শিক্ষার্থীর সামগ্রিকভাবে বেড়ে ওঠার বিষয়ে নিবিড় তত্ত্বাবধান থাকবে। কিন্তু সেরকম শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল। তাই অভিভাবকগণ সন্তানদের শিক্ষা  প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে উৎকণ্ঠায় থাকেন। অভিভাবকদের উৎকণ্ঠা লাঘব করে সুশৃঙ্খল, বিজ্ঞান–মনস্ক, দেশ–প্রেমিক, সুনাগরিক ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে আধুনিক সু্যোগ–সুবিধা সম্পন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ‘গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ’  নামে ঢাকা শহরের ঐত্যিবাহী মিরপুর এলাকায় ২০০৬ সালে প্রতিষ্ঠা করি। এরপর থেকেই আপনাদের প্রত্যাশা পূরণের লক্ষ্য মাথায় নিয়েই আপনাদের সন্তানের উপযোগী শিক্ষাবান্ধব পরিবেশে যুগোপযোগী লেখাপড়া নিশ্চিত করতে আমার সাথে দিনরাত কাজ করে যাচ্ছে একঝাঁক নিবেদিত- প্রাণ মেধাবী শিক্ষক।

বর্তমানে প্রতিষ্ঠানটি প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে সফলতার সাথে পাঠদান করছে। দক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনা, কঠোর-প্রশাসন, সুন্দর ও নিরিবিলি পরিবেশ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর আন্তরিক তত্ত্বাবধানে সুনিপুণ পাঠ–পরিকল্পনা ও সৃজনশীল পাঠদান পদ্ধতির কারণে প্রতিষ্ঠানটি P.E.C, J.S.C, S.S.C এবং H.S.C পরীক্ষায় শতভাগ পাশের কৃ্তিত্বপূর্ণ ফলাফল অর্জনের সুখ্যাতি পেয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় অভিভাবকদের চাহিদার ফলে মিরপুর-১০ নং –এ মূল ভবন, তালতলায় ব্রাঞ্ছ-১ এবং মিরপুর-১৪ নং –এ ব্রাঞ্ছ-২ –সহ মোট ৩ টি ক্যাম্পাসে অত্যন্ত সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার সন্তানকে ‘গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ’- এ ভর্তি করুন। তাদের সঠিক মেধা বিকাশের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

 

               ধন্যবাদান্তে

  মোঃ শরফ উদ্দীন সোহ্‌রাওয়ার্দী

                  সভাপতি

          গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ

 

 

Md Sharaf Uddin
Chairman
Total Views : 4404
© 2024 - Glory School & College, All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited. Like us on Facebook